ডেস্ক রিপোর্ট:
ভারত সরকার কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল সংঘটিত জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত বেশ কয়েকজন পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম প্রোফাইল ব্লক করে দিয়েছে। নিষিদ্ধ হওয়া তারকাদের তালিকায় রয়েছেন হানিয়া আমির, মাহিরা খান, ফাওয়াদ খান, আলি জাফর, আতিফ আসলাম এবং রাহাত ফতেহ আলী খানের মতো জনপ্রিয় ব্যক্তিত্ব।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞায় ভারতীয় ভক্তরা হতাশ হয়েছেন। তবে, অনেকেই প্রযুক্তির সাহায্যে এই বাধা অতিক্রম করার চেষ্টা করছেন। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে অনেকে এখনও পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে পারছেন। বিশেষ করে হানিয়া আমিরের ভক্তরা ভিপিএনের মাধ্যমে তার পোস্টগুলো দেখে মন্তব্য করছেন।
হানিয়ার সাম্প্রতিক পোস্টগুলোর নিচে ভারতীয় ভক্তদের আবেগঘন মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, “ভয় পাবেন না, আমরা ভিপিএন ব্যবহার করে আপনার পোস্ট দেখছি!” আবার কেউ লিখেছেন, “আপনাকে দেখার জন্যই আমরা ভিপিএন কিনেছি, আপনাকে অনেক ভালোবাসি!” এমনকি একজন ভক্তের মন্তব্যের জবাবে হানিয়া আমির নিজেও আবেগপ্রকাশ করে লিখেছেন, “আমি কেঁদে ফেলব…”
হানিয়া আমির বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় একজন তারকা। তার ইউটিউব চ্যানেলে ১০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, আর ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে। পাকিস্তান ও ভারত দুই দেশেই তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা অটুট।