কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘হাইকোর্টে প্রতিকার না পেলে ইসির কিছু করার নেই’

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ৮, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কেউ হাইকোর্টে প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, সময়মতো হাজির হয়ে যদি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে হাইকোর্ট যদি সিদ্ধান্ত দেন, তবে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, আগামীকাল (শনিবার-৯ ডিসেম্বর) আমাদের আপিল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখান থেকে শতভাগ ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ বা ৭৩ শতাংশ।