কুমিল্লাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হলিউডের চলচ্চিত্রে ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১১, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের সাফল্যের পর এবার সিনেমার জগতেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছেন। হলিউডের বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)। এই উদ্যোগের মাধ্যমে রোনালদো প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পে প্রবেশ করছেন।

ইতিমধ্যে ফ্যাশন, পারফিউম, ফিটনেস ও হোটেল ব্যবসায় নিজের ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন রোনালদো। এবার তার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান গড়ে তোলা। ইউআরমার্ভ স্টুডিওটি রোনালদোর বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং ম্যাথিউ ভনের অভিজ্ঞতাকে একত্রিত করে খেলাধুলা ও সিনেমার জগতকে নতুনভাবে উপস্থাপন করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন রোনালদো।

গত বছর রোনালদো তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছিলেন, যা রেকর্ড সময়ে সর্বাধিক ভিউ ও সাবস্ক্রাইবার অর্জন করেছিল। এবার তিনি বড় পর্দায়ও নতুন রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন।

এক বিবৃতিতে রোনালদো বলেন, “এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়। ব্যবসায়িক এই নতুন উদ্যোগ নিয়ে আমি অত্যন্ত উত্তেজিত।”

ম্যাথিউ ভন একই বিবৃতিতে বলেন, “ক্রিস্টিয়ানো মাঠে এমন অসাধারণ গল্প তৈরি করেছেন, যা আমি কখনোই কল্পনা করতে পারতাম না। তার সঙ্গে কাজ করে অনুপ্রেরণাদায়ক সিনেমা তৈরি করতে আমি উৎসুক—সে সত্যিই একজন সুপারহিরো।”

লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস, এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক ম্যাথিউ ভন। সম্প্রতি তিনি ২০২৪ সালে স্পাই থ্রিলার আর্গাইল নির্মাণ করেছেন, যেখানে হেনরি ক্যাভিল ও ব্রাইস ডালাস হাওয়ার্ড অভিনয় করেছেন।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ও বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াব্যক্তিত্ব রোনালদো প্রায়ই ফুটবল-পরবর্তী জীবন নিয়ে আলোচনা করেন। তিনি বারবার উল্লেখ করেছেন, ফুটবল ক্যারিয়ার শেষে কোচিংয়ের চেয়ে ব্যবসায়িক দিকেই বেশি মনোযোগ দিতে চান। তার এই নতুন প্রোডাকশন হাউস ফুটবলপ্রেমী ও সিনেমা দর্শকদের জন্য কী উপহার নিয়ে আসে, সেটাই এখন দেখার বিষয়!