কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়ে আছে: জামায়াত আমির

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে এ দেশে কেউ বিদেশি তাবেদারি করার চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বারে বারে ত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আর কেউ ছিনিয়ে নিতে পারবে না।

শেখ পরিবারকে উদ্দেশ করে তিনি বলেন, একটি পরিবার স্বাধীনতার কৃতিত্ব নিজেদের নামে কুক্ষিগত করে পুরো জাতিকে স্বাধীনতাবিরোধী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, তবে শোষণ থেকে প্রকৃত মুক্তি পেতে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ২০২৪ সালের এই স্বাধীনতাকে কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সেজন্য ১৮ কোটি মানুষকে সজাগ থাকতে হবে।

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, কোনো নাগরিক যেন তালিকা থেকে বাদ না পড়ে, সেজন্য সরকারকে উদ্যোগী হতে হবে। নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচনের আয়োজন করাই সরকারের প্রধান দায়িত্ব। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশ আর কখনো বিক্রি হবে না।