কুমিল্লারবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ক্লিনিক খুলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


ক্যারিয়ারের শেষপ্রান্তে সৌদি লিগে খেলা পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন। আল নাসর তারকা সৌদি আরবে একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র (ক্লিনিক) খোলার পরিকল্পনা করছেন।

ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যেই এ ধরনের কেন্দ্র চালু করেছেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের দেশটিতে একই ধরনের সেবা চালু করতে চান রোনালদো।

‘আল নাসর জোন’ নামের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘আমরা পর্তুগাল, স্পেন, ইতালি—অনেক জায়গাতেই ক্লিনিক খুলেছি। আমি বলেছি, সৌদি আরবেও একটি কেন্দ্র খোলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমি আগেও বলেছি সৌদি আরব আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানে মানুষ আমাকে ভালোবাসে ও সম্মান দেয়।’

২০২৩ সাল থেকে সৌদি ক্লাব আল-নাসরে খেলে যাচ্ছেন রোনালদো। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।

ভিডিওবার্তায় আরও বলেন, ‘আমার পরিবার এখানে সুখে আছে, বন্ধুরাও এখানে কাজ করছে। আমি এই দেশকে নিজের অংশ বলে মনে করি। তাই এখানে একটি ক্লিনিক খোলা যৌক্তিক। এটি শুধু মানুষের উন্নত জীবনযাপনেই সহায়ক হবে।’