রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:
সোন্দাইল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর ভূঁইয়া বলেন, “আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে গর্ববোধ করি। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এই বিদ্যালয়ের জন্য একটি চারতলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটি আমার আবেগের সঙ্গে জড়িত। জেলা ও উপজেলা পর্যায়ে সব ধরনের সহযোগিতা করে প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কাজ করব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনাম ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছালেহ আহম্মেদ ছালেহ, দৌলখাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সেলিম ভূইয়া, সংগঠনিক সম্পাদক জাকের হোসেন দুলাল, দৌলখাড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল্লাহ আজাদ, বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, সাংবাদিক রাশেদ হোসাইন, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের আহ্বায়ক প্রত্যাশী নুরুন নবী, ইব্রাহিম খলিল তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সোন্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল হোসেন।