কুমিল্লাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিনওয়ারের হত্যার শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ইসরাইলের

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৮, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ইসরাইলি বাহিনী জানিয়েছে, গত বুধবার পরিচালিত এক অভিযানে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন এবং তার মরদেহ শনাক্ত করার পর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, সিনওয়ার গাজার রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকায় নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী সিনওয়ারের মৃত্যুর আগে তার অবস্থান নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে তার শেষ মুহূর্তগুলো দেখানো হয়েছে বলে জানায় তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি সংবাদ সম্মেলনে ভিডিওটি দেখান।

সম্পাদিত ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি ড্রোন ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের দিকে যাচ্ছে, যেখানে একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন। আইডিএফ জানিয়েছে, ওই ব্যক্তিই সিনওয়ার।

ভিডিওতে ওই ব্যক্তির মুখ অস্পষ্ট এবং তাকে একা বসে থাকতে দেখা যায়। হাগারি জানান, সিনওয়ারের হাতে গুলি করা হয়েছিল, এবং ভিডিওতে তার হাতে গুলির চিহ্ন নির্দেশ করে তা দেখানো হয়।

ইসরাইল জানিয়েছে, ড্রোনের মাধ্যমে ধ্বংসস্তূপের মধ্যে সিনওয়ারের মরদেহ সনাক্ত করা হয়। ভবনটিতে বুধবার একটি ইসরাইলি ট্যাঙ্ক আঘাত হানে। এরপর পায়ে হেঁটে সৈন্য পাঠানোর পর ইসরাইলি সামরিক বাহিনী ওই ব্যক্তিকে হামাসের নেতা হিসেবে চিহ্নিত করে।