কুমিল্লাশুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১০, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের জনগণ চায় বর্তমান সরকার যেন আগামী পাঁচ বছরও দেশ পরিচালনা করে।’ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি কিছু থানার অস্ত্র হারানোর ঘটনা ঘটেছে। সেগুলো উদ্ধারের কাজ চলছে। এগুলো ফেরত পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে সহিংসতা ও লুটপাটের অভিযোগে বিএনপির বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা নানা কথা বলবে। কিন্তু যারা এ ধরনের কাজে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যেন আইন নিজের হাতে না নেয়, সেদিকে কঠোর নজর রাখা হয়েছে।’

হাওর অঞ্চলের কৃষি উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘হাওরসহ দেশের বিভিন্ন স্থানে পতিত জমি পড়ে আছে। এসব জমি চাষের আওতায় আনতে আমরা ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি।’

থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত ছিলেন।