কুবি প্রতিনিধি:
সপ্তাদশ বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আইন বিভাগের ২ জন শিক্ষার্থী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ এর পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের কতৃক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এতে সুপারিশপ্রাপ্ত কুবি শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণালি (৫৫ তম) এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রুবাইয়াত আল মাহিম (৬৯ তম)। আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম তথ্যটি নিশ্চিত করেন।
এ বিষয়ে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী মোর্শেদ কাজেম বলেন‚ সপ্তাদশ বাংলাদেশ জুড়িসিয়াল সার্ভিস পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দুইজন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তাদের সফলতায় বিভাগ গর্বিত। সফলতার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এ কামনা করছি।
উল্লেখ্য‚ কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরর নবীনতম বিভাগ আইন বিভাগে ইতিপূর্বে আরও ৩ জন সহকারী জজ হয়েছেন। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশে দক্ষ বিচারক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।