কুমিল্লাশনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডা, ক্ষোভে সান্তোস ছাড়ার ইঙ্গিত নেইমারের

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ২৫, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। ইউরোপ-সৌদি আরব ঘুরে আবারও ব্রাজিলিয়ান ক্লাবে ফিরে এসেছেন তিনি। তবে একটি ঘটনায় বেশ কষ্ট পেয়েছেন নেইমার। এতেই সান্তোস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন এই তারকা ফুটবলার।

বুধবার রাতে ভিলা বেলমিরোতে ইন্টারন্যাশনালের কাছে ২-১ গোলে হারে নেইমারের সান্তোস। ম্যাচ হারের পর এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। ওই ম্যাচে শেষদিকে নেইমারের একটি গোল বাতিল হয়, অবনমন এড়াতে লড়াই করা সান্তোসের জন্য হারটা ছিল বড় ধাক্কা।

এর মধ্যে এক সমর্থক বেশি উত্তেজিত হয়ে নেইমারকে বলে বসেন বাজে কথা। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। যদিও পরে ওই সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন। স্বীকার করেছেন, হতাশায় একটু বেশিই বাজে কথা বলে ফেলেছিলেন তিনি।

এই ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নেইমার লিখেছেন, ‘আমি সান্তোসে সাহায্য করতে এসেছি। কিন্তু যদি ভক্তরা মনে করে যে আমি আর অবদান রাখছি না কিংবা আমি ক্লাবের ক্ষতি করছি, তাহলে আমিই প্রথম চলে যাবো।’

সান্তোসে ফিরে আসার পর থেকে মাত্র ১৫টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন নেইমার। চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলিয়ান লিগে তিনি সাতটি ম্যাচে খেলেছেন এবং গোল পেয়েছেন মাত্র একটি। এটা স্বাভাবিক, তার মানের একজন খেলোয়াড়ের কাছে সমর্থকদের প্রত্যাশা অবশ্যই আরও বেশি।

মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সমালোচনায় কোনো সমস্যা নেই নেইমারের। তবে ব্যক্তিগত আক্রমণ মেনে নেওয়া কঠিন উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আমি কখনই পারফরম্যান্স-সম্পর্কিত সমালোচনা নিয়ে তর্ক করবো না। তবে আমাকে ভাড়াটে সৈনিক বলা কিংবা আমার পরিবারকে অপমান করা মেনে নেব না। দুঃখিত। কিন্তু আমিও মানুষ। কখনও কখনও নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।’