কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবকিছু মোকাবিলা করে তারেক রহমান আজ অনন্য উচ্চতায়: মির্জা ফখরুল

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ১৩, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

শারীরিক নির্যাতন থেকে শুরু করে প্রতিকূল পরিস্থিতি, সবকিছু মোকাবিলা করে তারেক রহমান আজ অনন্য উচ্চতায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বিএনপিকে হেও প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক করা হয়েছে, বাদ যাচ্ছেন না তারেক রহমানও। এসব মোকাবিলায় মেধার লড়াইয়ের কোন বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি সবসময় ধ্বংসস্তুপ থেকে উঠে আসা দল, তুড়ি মেরে বিএনপিকে সহজে উড়িয়ে দেয়া যাবে না।

বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছ, তা সুপরিকল্পিত চক্রান্ত বলেও দাবি করেছেন মির্জা ফখরুল।