কুমিল্লাশনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সদর দক্ষিণে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Palash Khandakar
মে ১৬, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার ভূঁইয়া জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি যানবাহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন মো. শাকিল হোসেন (২২)। তিনি রাজধানীর মোহাম্মদপুর সরাই জাপরাবাদ এলাকার মো. ছালাম মিয়ার ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি।