ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কার করুন, কিন্তু এমন সংস্কারে হাত দিয়েন না, যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হবে। এমন সংস্কার করতে যাবেন না, যার জন্য আবার একটি চক্র বাংলাদেশের গনতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন’ বিষয়ক এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ফারুক এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এমনকি বহু মায়ের বুক খালি করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার মন্ত্রিসভার বিভিন্ন পদে এখনো ফ্যাসিস্ট শক্তি সক্রিয় আছে।
ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে যেন দেশের স্থিতিশীলতা নষ্ট না হয়। তিনি বলেন, আওয়ামী লীগ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এসব পদত্যাগ বা অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির মতে, অন্তর্বর্তী সরকারের দরকার আছে, তবে তা যেন ফখরুদ্দিন-মঈনের মতো না হয়। একটি দ্রুত রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তাদেরকে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে নিয়ে আসতে হবে। বিএনপির দাবির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারেক রহমানের মামলা এবং বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিও ছিল।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী সমাবেশে বক্তব্য রাখেন।