ডেস্ক রিপোর্ট:
পর্যটননির্ভর দেশ মালদ্বীপ ইসরাইলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরাইলের ক্রমাগত সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
মঙ্গলবার মালদ্বীপের সংসদে এই আইন পাস হয়। এর পরপরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটিতে স্বাক্ষর করে তা কার্যকর করেন। প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানান, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
প্রেসিডেন্ট মুইজ্জু এক বিবৃতিতে বলেন, “এই আইন পাসের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থানকে আরও সুস্পষ্ট করছি। ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি মালদ্বীপের অটল সমর্থন রয়েছে।”
গত জুনেই ইসরাইলি নাগরিকদের জন্য মালদ্বীপ ভ্রমণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মুইজ্জু। তখনই এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার সংসদে আইনটি উত্থাপন করা হয় এবং তা দ্রুত পাস হয়ে প্রেসিডেন্টের অনুমোদন পায়।
উল্লেখ্য, গত বছর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিলেন। এখন মালদ্বীপ সরকার আনুষ্ঠানিকভাবে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল।