কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক, কুমিল্লায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Palash Khandakar
মে ৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম সেলিম কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে।

জানা যায়, বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন পতিত আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতারা অংশগ্রহণ করেন। এই বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সে অভিযোগের প্রেক্ষিতেই বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মাহিনুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। বৈঠকে অংশ নেওয়া অন্যদেরও গ্রেপ্তার করা হবে।