ডেস্ক রিপোর্ট:
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। তবে এই নোটগুলোতে বর্তমানে প্রচলিত নোটের মতো পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। নতুন ডিজাইনের নোট, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না, সেগুলো বাজারে ছাড়ার কথা আগামী ঈদুল আজহার সময়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও বিপুল পরিমাণ আগে ছাপানো নোট মজুদ রয়েছে। তাই অর্থের অপচয় রোধে নতুন ডিজাইনের নোট এখনই ছাপানো হচ্ছে না। কারণ বর্তমানে মজুদকৃত নোটগুলো বাতিল করলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় এড়াতে চাইছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগে ছাপানো নোটগুলোই বাজারে ছাড়া হবে বলে তিনি উল্লেখ করেন। নতুন ডিজাইনের নোট আগামী এপ্রিল-মে নাগাদ বাজারে আসতে পারে বলে তিনি জানান। তার আগে নতুন নোট ছাড়া সম্ভব হবে না।
ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন বাদে ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। এই বিষয়ে কাজ করছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পরিবর্তে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ সংযুক্ত করা হবে।