কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুরু হয়েছে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা

প্রতিবেদক
CUMILLA PRESS
মে ২৭, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদ অর্থাৎ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (বি এড কলেজ) কোটবাড়ী, কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। ‘সি’ ইউনিটে পরীক্ষা দিবেন ৩ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। আশা করি সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

উল্লেখ্য, গুচ্ছের ২২ টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২০ মে। সেই ধারাবাহিকতায় ‘সি’ ইউনিটের পরীক্ষা আজ। আগামী ৩ মে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা সম্পন্ন হবে।