কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ আকবরী খানম শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আকবরী খানম সাদা কাগজে তার পদত্যাগপত্র লেখেন। শিক্ষার্থীরা তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে।
মাঠ পর্যায়ে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে স্লোগান দেয়—’আকবরী খানমের পদত্যাগ চাই’। এরপর মূল ফটকে তালা লাগিয়ে তারা কলেজ চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ করতে থাকে। একপর্যায়ে আকবরী খানম দুর্নীতির অভিযোগ মেনে নিয়ে পদত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার, কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিক্ষার্থীরা সুস্থ হয়ে ফিরে এসে একযোগে আকবরী খানমের পদত্যাগের দাবি জানায়।
কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থী ইসরাফিল জানান, “আমরা প্রথম বর্ষ থেকেই নানা সমস্যার মুখোমুখি হচ্ছি এবং কোনো উন্নতি দেখছি না, বরং অবনতি হচ্ছে। তাই আমরা চাই না এই দুর্নীতিপ্রবণ ইনস্ট্রাক্টর ইনচার্জ আর কলেজে থাকুক।”
শিক্ষার্থী মিতু জানান, “আমরা চাই আকবরী খানম সব দুর্নীতির টাকার হিসাব দিয়ে কলেজ ছেড়ে চলে যাক। তার পদত্যাগে আমরা খুবই খুশি এবং তার সহকর্মীরাও স্বস্তি প্রকাশ করেছেন।”
পদত্যাগ করার সময় আকবরী খানম জানান, “আমি আগেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই না। শিক্ষার্থীরা যেহেতু চাইছে আমি তাদের সামনেই পদত্যাগ করলাম।”