ডেস্ক রিপোর্ট:
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, লেবাননও ফিলিস্তিনের গাজার মতো ধ্বংসের সম্মুখীন হতে পারে। মঙ্গলবার (৮ অক্টোবর) লেবাননের জনগণের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু দাবি করেন, হিজবুল্লাহ বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তিনি আরও বলেন, “লেবাননবাসীর সামনে এখনো সুযোগ আছে দেশকে বাঁচানোর, যাতে এটি গাজার মতো ধ্বংস এবং দুর্ভোগের শিকার না হয়। আমি লেবাননবাসীর উদ্দেশে বলছি, আপনাদের দেশকে হিজবুল্লাহ থেকে মুক্ত করুন, যাতে এই যুদ্ধের সমাপ্তি হয়।”
ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, গত সপ্তাহে বৈরুতে একটি বিমান হামলায় শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হাশেম সাফিউদ্দীনকে হত্যা করা হয়েছে, যিনি হিজবুল্লাহর বর্তমান নেতা হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হতে পারেন বলে ধরা হচ্ছিল। তবে হাশেম সাফিউদ্দীনের ভাগ্যে কী ঘটেছে, তা নিশ্চিত নয়।
সম্প্রতি ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে এবং চলতি মাসের শুরু থেকে স্থল অভিযানও শুরু করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।