রাশেদ হোসাইন, নাঙ্গলকোট:
কুমিল্লার লাকসাম উপজেলার রাজঘাট এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজঘাট এলাকার মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার (৪০) ও মোঃ বাবলু (৪০)-কে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মোঃ বাবলুকে ৬ মাসের কারাদণ্ড এবং মোঃ দেলোয়ারকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি রাত ১টা ৩০ মিনিটে সমাপ্ত হয়। পরে হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে মোঃ বাবলুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং আজ সকাল ১১টা ৩০ মিনিটে তাকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানটি পরিচালনা করেন লাকসাম আর্মি ক্যাম্পের অফিসার ইন চার্জ মেজর তাহসিন।












