কুমিল্লামঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব পরিচয়ে চৌদ্দগ্রাম থেকে বিকাশ পরিবেশকের ২৭ লাখ টাকা ছিনতাই

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ২৮, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্ট:

র‍্যাব পরিচয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে কর্মরত দুই প্রতিনিধিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ২৭ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় রবিবার ২৭ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে।

রবিবার রাত ১০টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলার বিকাশ এর পরিবেশক কুতুব উদ্দিন শাওন জানান, আমাদের চৌদ্দগ্রাম পয়েন্টের দুইজন প্রতিনিধি নবুু মিয়া ও মহাসিন ২৭ লক্ষ টাকা নিয়ে মাইক্রোবাসযোগে কুমিল্লা আসছিলেন। পথে মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর মিরশ্বানী এলাকায় র‍্যাব এর স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে, মাইক্রোবাস থেকে নেমে আসা ৫-৬ জন লোক তাদের র‍্যাব পরিচয় দেয় এবং নবু মিয়া ও মহসিনকে ২৭ লাখ টাকা সহ তাদের সাথে গাড়িতে উঠিয়ে নেয় এবং চান্দিনার একটি নির্জন এলাকায় নবু মিয়া ও মহসিনকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান বিকাশের দুইজন প্রতিনিধি ছিনতাই এর বিষয়ে থানায় এসেছেন। আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।