কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘রিয়েলমির’ সৌজন্যে কুবি সাইক্লিস্টসের সাইকেল র‍্যালি

প্রতিবেদক
CUMILLA PRESS
জুলাই ৩০, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সংগঠন কুবি সাইক্লিস্টসের উদ্যোগে ও মোবাইল ফোন ব্র্যান্ড রিয়েলমি’র সৌজন্যে ‘রিয়েলমি প্রেসেন্ট- লেন্সেশন ১.০’ এর অংশ হিসেবে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কেক কেটে ও টি- শার্ট উন্মোচনের মধ্য দিয়ে সাইকেল র‌্যালিটির উদ্বোধন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যাজিক প্যারাডাইস পর্যন্ত চলে সাইকেল র‌্যালিটি। এ র‌্যালিতে অংশ নিয়েছেন কমিউনিটি পার্টনার হিসেবে কুমিল্লা সাইক্লিস্ট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীরা।
র‌্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে একটি টি-শার্ট ও স্ন্যাকস।

সাইক্লিং এ অংশ নিতে পেরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আতিক হাসান অন্তর বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সাইক্লিং অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি অনেক আনন্দ উপভোগ করেছি। এত সুন্দর ও মনোমুগ্ধকর আয়োজনের জন্য ‘রিয়েলমি’ প্রতিষ্ঠান এবং কুবি সাইক্লিস্টকে ধন্যবাদ জানাই। আশা রাখি সুদূর ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি নিত্য নতুন আয়োজনের মাধ্যমে আমাদের কাছে নতুন কিছু উপহার দিবে।’

কুবি সাইক্লিলিস্টের সাংগঠনিক সম্পাদক নুসরাত সুরভী বলেন, ‘প্রথম বারের মত ‘রিয়েলমির’ সৌজন্যে আমরা সাইক্লিং এর আয়োজন করতে পেরেছি। আজকের সাইক্লিং এ ব্যতিক্রমধর্মী একটি র‌্যাফেল ড্র হয়েছে। র‌্যাফেল ড্র এর পুরস্কার ফাইনাল অনুষ্ঠানের দিন দেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহমুদুল হাসান। কুবি সাইক্লিস্টসসের ছিলেন আহ্বায়ক সাফায়িত মুমিন সরকার সিফাত ও সদস্য সচিব মারুফ আহমেদ।