কুমিল্লাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়া বন্ধ করছে অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ১৬, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

রাশিয়া ইউরোপের দেশ অস্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম তাদের গ্যাস সরবরাহ শনিবার ভোর থেকে বন্ধ করবে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, দেশের ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডার পূর্ণ রয়েছে এবং অস্ট্রিয়া এই পরিস্থিতির জন্য প্রস্তুত।

শুক্রবার চ্যান্সেলর নেহামার বলেন, “গ্যাজপ্রমের এই পদক্ষেপটি আমরা আগে থেকেই প্রত্যাশা করছিলাম। অস্ট্রিয়া বিকল্প জ্বালানি সরবরাহের যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। এই শীতে কেউ ঠান্ডায় কষ্ট পাবে না, কোনো বাড়ি গরম রাখা অসম্ভব হবে না।”

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে কেবল হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। একসময় রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ সরবরাহ করত। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই পরিস্থিতি বদলে যায়।

এ বছরের শুরুতে অস্ট্রিয়ার ওএমভি এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে একটি চুক্তি সংক্রান্ত বিরোধ দেখা দেয়, যার ফলে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতেই গ্যাস সরবরাহ বন্ধের এই ঘোষণা এলো।