ডেস্ক রিপোর্ট:
১৭ বছরের ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নিয়মিত নাটক-সিনেমায় কাজ করে যাচ্ছেন বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা জামান। শুরুটা উপস্থাপনা দিয়ে হলেও এখন নিয়মিত মডেলিং, নাটক ও সিনেমার পর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজে যুক্ত রয়েছেন প্রিয়াংকা জামান। ফলে শুটিং নিয়ে তার ব্যস্ততা থাকে প্রায় সারাবছরই।
তবে রমজান মাস এলেই অভিনেত্রীর জন্য ব্যাপারটি আলাদা। উল্লেখ্য, নিজের ধর্ম নিয়ে বেশ সচেতন এই অভিনেত্রী। প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই তিনি ধর্মীয় দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। এবারও তিনি জানিয়েছেন, রমজান মাসে শুটিং থেকে বিরত থাকেন তিনি। এই মাসে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও শুধু ইবাদত ও আত্মীয়দের সময় দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করবেন বলেও জানান তিনি।
প্রিয়াংকা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব— নিয়মিত নামাজ পড়ব। পরিবারের সঙ্গে সময় কাটাবো, বিশেষ করে বাবা-মাকে সময় দেব। এছাড়া নিজেকে সময় দেব, নিজের যত্ন নেব।’
রমজানে কোনো শুটিং করেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘এই মাসে আমি কোনো শুটিং করি না। যে ধারাবাহিক নাটকগুলোতে আমি জড়িত আছি, সেগুলোর শুটিং না হলে আমি অন্য কোনো শুটিংয়েই যাই না। এই এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই, ইবাদত করি এবং ধর্মীয় কাজে মনোনিবেশ করি।’
সম্প্রতি নতুন তিনটি নাটকে অভিনয় শুরু করেছেন প্রিয়াংকা জামান। এর মধ্যে দুটি একক নাটক— ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’। আরেকটি হলো নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। এই ধারাবাহিকটি নির্মাণ করছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাণ রায় ও সাব্বির আহমেদ।