কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে করবেন এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ১৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।এবার ফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইংরেজিসহ তিনটি সাবজেক্টে শিক্ষার্থীরা খারাপ করেছে।

যারা ফল ভালো করেননি তাদের ফল পুনঃনিরীক্ষণের সুযোগ আছে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে আগামীকাল ১৭ অক্টোবর থেকে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।

১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাশের হার নেমে এসেছে মোটে ৫৮.৮৩ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। এই ফলে বহু শিক্ষার্থীর মাঝে অসন্তুষ্টি আসাটা স্বাভাবিক।

HSC রেজাল্ট চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে ফল পুনঃনিরীক্ষণের নিয়ম

HSC Result 2025 পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। টেলিটক সিম ছাড়াই শুধুমাত্র অনলাইন পোর্টালে গিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করুন:

স্টেপ-১: https://rescrutiny.eduboardresults.gov.bd – এ প্রবেশ ও তথ্য প্রদান করতে হবে।

পোর্টালে লগইন: পুনঃনিরীক্ষণের জন্য আপনাকে প্রথমে এই অফিশিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে: https://rescrutiny.eduboardresults.gov.bd তথ্য পূরণ: নির্ধারিত স্থানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন এবং বোর্ড ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।

সাবমিট: সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর “Submit” বাটনে ক্লিক করুন।

স্টেপ-২: মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন

পরবর্তী স্ক্রিনে আপনার তথ্য যাচাই হয়ে গেলে, আপনার সাথে যোগাযোগের মাধ্যমটি দিতে হবে।

মোবাইল নম্বর প্রদান: একটি সক্রিয় মোবাইল নম্বর দিন। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস (SMS) পাঠানো হবে।

বিষয় নির্বাচন: আপনার বর্তমান বিষয় ভিত্তিক রেজাল্ট স্ক্রিনে দেখাবে। আপনি যে এক বা একাধিক বিষয়ে রেজাল্ট চ্যালেঞ্জ করতে চান, সেই বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।

স্টেপ-৩: ফি প্রদান ও চূড়ান্ত জমা

পুনঃনিরীক্ষণের জন্য ফি পরিশোধ করা এই প্রক্রিয়ার শেষ ধাপ।

আবেদন ফি: প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা (TK 150/-) হারে ফি প্রযোজ্য হবে।

পেমেন্ট মাধ্যম: ফি পরিশোধের জন্য আপনি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট অথবা টেলিটক মোবাইল সিমের যেকোনোটি ব্যবহার করতে পারেন।

আবেদন নিশ্চিতকরণ: সফলভাবে ফি পরিশোধ করার পর আবেদনের পোর্টালে ফিরে এসে অবশ্যই ‘জমা দিন’ (Submit) বাটনে ক্লিক করে আবেদনটি নিশ্চিত করুন।

ফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা

ফি ফেরত নেই: একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

সময়সীমা: আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন শেষ করতে হবে।

অতিরিক্ত বিষয় যোগ: ফি দিয়ে একবার জমা দেওয়ার পরেও চাইলে আরও কয়েকটি বিষয়ে আবেদন যুক্ত করা যাবে। সেক্ষেত্রে নতুনভাবে তথ্য পূরণ করতে হবে না।

ফল প্রকাশ: পুনঃনিরীক্ষণের ফল সাধারণত আবেদন শেষ হওয়ার প্রায় ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয়।