কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতা হত্যা মামলায় চার্জশিট থেকে আসামীদের নাম অব্যাহতি নিয়ে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৬, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হোসাইন, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান সহ অভিযুক্ত ২১ আসামী মোটা অংকের টাকার বিনিময়ে চার্জশীট থেকে অব্যহতি পেয়েছে বলে গুঞ্জন শোনা গেলে আশংকা প্রকাশ করে বাদীর সংবাদ সম্মেলন।

গত ২৫ আগষ্ট শুক্রবার বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী নিহত যুবলীগ নেতা জহিরের ছোট ভাই এসহাক মোল্লা জুয়েল বলেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর চিহ্নিত দূর্বৃত্তের হামলায় সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার তৃতীয় ছেলে যুবলীগ নেতা জহিরুল ইসলাম প্রাণ হারায়।

এ ঘটনায় নিহত জহিরুল ইসলামের ছোট ভাই এসহাক মোল্লা জুয়েল বাদী হয়ে ৪৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। গত দুই তিনদিন ধরে আসামীদের নিজস্ব ফেসবুক আইডিতে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দেওয়ায়, বাদী পক্ষ আশংকায় আছে এবং মামলার ৬নং আসামি বাবুল চেয়ারম্যানসহ ২১জন আসামি মোটা অংকের টাকায় চার্জশীট থেকে অব্যহতি পেয়ে যাচ্ছে বলে এলাকার বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ ফোন দিয়ে জানতে চাচ্ছে, যার ফলে মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং মাননীয় আদালতের কাছে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পুত্র হারা পিতা সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লাসহ সাংবাদিকবৃন্দ ও
এলাকার বেশকিছু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।