ডেস্ক রিপোর্ট:
যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান। পড়ে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সাবরিনা তৃতীয় শ্রেণিতে ও সাইবা চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিদিনের ন্যায় গত সোমবারও স্কুলে যায় এ দুই বোন। স্কুল ছুটির কিছু সময় প্রশক্ষিণ বিমান বিধ্বস্ত হয়ে পাল্টে গেছে এ দুই খুদে শিক্ষার্থীর জীবন। এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তারা।
দগ্ধ এ দুই বোন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির মেয়ে। দুই মেয়েকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন এ দম্পতি। যমজ বোনদের এমতাবস্থায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে পরিবার এবং স্বজনেরা।
বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘সেদিন বিমান বিধ্বস্তের খবর পেয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে ছুটে যাই। অনেক খোঁজাখুঁজির পর বার্ন ইনস্টিটিউটে গিয়ে আমার দুই মেয়েকে খুঁজে পাই। সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। ’