ডেস্ক রিপোর্ট:
আর্জেন্টাইন অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ফুটবল সুপারস্টার লিওনেল মেসি আবারও পা রাখতে যাচ্ছেন ভারতে। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের ভারত সফরে আসবেন তিনি। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সফরের অংশ হিসেবে মেসি মুম্বাই, কলকাতা ও আরও একটি শহর ঘুরবেন।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একটি সূত্র জানিয়েছে, ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি। শুধু উপস্থিত থাকাই নয় বরং তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতেও পারেন। সেই ম্যাচে বর্তমান ও সাবেক ভারতীয় তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। আলোচনায় আছে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার নামও। তবে পুরো সূচি এখনো চূড়ান্ত হয়নি।
এই সফর হবে মেসির দ্বিতীয়বারের মতো ভারত ভ্রমণ। এর আগে ২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত আসবেন এই কিংবদন্তি।
এছাড়া কলকাতায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি তিনি শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা ও একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। ইডেন গার্ডেন্সে মেসির সম্মানে ‘গোট কাপ’ নামে একটি সাত-জনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রসঙ্গত কিছুদিন আগে কেরালার ক্রীড়া মন্ত্রী দাবি করেছিলেন, অক্টোবর মাসে মেসি কেরালায় আসতে পারেন একটি প্রীতি ম্যাচ খেলতে। তবে সেই সম্ভাবনা এখনো অনিশ্চিত।
বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে তার, যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন লিওনেল মেসি।












