ডেস্ক রিপোর্ট:
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা ২০২৫’-এর লাল গালিচায় এবার প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা জয় করলেও, মেট গালায় অংশগ্রহণ ছিল তার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা। এই ইভেন্টে পোশাক ও ব্যক্তিত্বের প্রদর্শনী হয় এক ভিন্ন মাত্রায়, যা শাহরুখের চেনা জগতের বাইরের এক অনুষ্ঠান।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই থিমের সঙ্গে সঙ্গতি রেখে নিজস্ব স্টাইল উপস্থাপন করেছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি মুর্শিদাবাদি সিল্কের মোঘল-অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার এবং খোলা ক্রেপ দে চাইন শার্ট পরেছিলেন তিনি। তার গলায় ছিল হীরায় খচিত বিশাল ‘কে’ পেন্ডেন্ট ও একগুচ্ছ জুয়েলারি চেইন, হাতে ছিল বাঘের মাথা দেওয়া একটি দৃষ্টিনন্দন ছড়ি।
মেট গালার ফটোশুটের সময় শাহরুখ তার পোশাক নিয়ে মজা করে বলেন, “এটা একটু র্যাপারদের মতো লাগছে!” তিনি স্বীকার করেন যে ফ্যাশন জগৎ তার জন্য অপরিচিত এক জায়গা।
তিনি জানান, নিউ ইয়র্কের তিনদিনের সফরের একদিন তিনি কাটিয়েছেন ‘সাক্স ফিফথ অ্যাভেনিউ’ এবং ‘বার্গডর্ফ গুডম্যান’-এ, একটি পারফেক্ট জিন্সের খোঁজে। কারণ, “আমি আসলে জিন্স আর টি-শার্টের মানুষ,” বললেন কিং খান। তিনি আরও উল্লেখ করেন যে তার কৈশোরে প্রথম কেনা পোশাক ছিল একটি পাঁচ পকেটের ডেনিম প্যান্ট।
মেট গালায় অংশ নেওয়ার সিদ্ধান্তটি তিনি হঠাৎই নিয়েছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা বিশ্বে দক্ষিণ এশীয় অভিনেতাদের নিয়ে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। “তারা আজও আমাদেরকে এক্সোটিক চরিত্র হিসেবেই দেখে। অনেক সময় এখনও পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’ স্টাইলের চরিত্র দেওয়া হয়,” বলেন শাহরুখ।
যদিও এখনও পর্যন্ত তার কোনো হলিউড মুভি হয়নি, তবুও ৫০ মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং বিশ্বজুড়ে বিশাল ফ্যানবেস তার জনপ্রিয়তার প্রমাণ। মেট গালার সন্ধ্যায় শাহরukh কোনো চরিত্রে অভিনয় করেননি—তিনি ছিলেন নিজেই, একজন স্টাইলিশ আইকন। হয়তো তিনি আর কখনো মেট গালায় আসবেন না, কিন্তু এই একবারেই রেখে গেলেন এক অনবদ্য ছাপ।