ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আট আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আজ রবিবার কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে আসামিদের কুমিল্লার আমলি আদালত-১১-তে হাজির করা হলে বিচারক মমিনুল হক তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নয়ন কুমার চক্রবর্তী।
গ্রেপ্তার আট আসামি হলেন- ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল।
এর আগে ৭ জুলাই ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৯ জুলাই তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জেলা ডিবি সূত্রে জানা যায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও যেসব ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত—তাদের চিহ্নিত করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
আদালতের পরিদর্শক সাদিকুর রহমান জানায়, আট আসামির কেউ এখনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।