ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা মুরাদনগরে মিনহাজ উদ্দিন আহমেদ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার বাঙ্গরাবাজার থানার পীরকাশিমপুর গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনহাজ উদ্দিন আহমেদ পীরকাশিমপুর গ্রামের মৃত হাজী আনোয়ার হোসেন মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মিনহাজ বাড়ি থেকে বের হয়ে রাতে বাসায় ফিরেনি। পরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে মুস্তাকিম কিন্ডারগার্টেনের বাউন্ডারির ভেতরে পরিত্যক্ত গরুর ঘরের পেছনে মিনহাজের মরদেহের সন্ধান পায় স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিনহাজ উদ্দিন আহমেদের ভাই মোহাম্মদ মঈদ আহমেদ জানান, মিনহাজের মরদেহের পায়ে একটি জুতা ছিল এবং অপর জুতাটি পরিত্যক্ত গরুর ঘরে পাওয়া গেছে। এছাড়া কপালেও রক্তের দাগ আছে। আমরা ধারণা করছি- পরিকল্পিতভাবে কেউ তাকে হত্যা করেছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, মরদেহের কপালে দুটি ছোট ক্ষত চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।












