কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে টিনের বেড়ায় ছাঁটাই করা গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি বেগম গ্রামের মুর্শিদ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, বেবি বেগম ও তার স্বামী মুর্শিদ মিয়া বেশ কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে নারায়ণগঞ্জে বসবাস করছিলেন। ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে সেখানে প্রশিক্ষণ নিতে সহায়তা করছিলেন তারা। কয়েকদিন আগে বিশেষ কাজে এ দম্পতি নিজ গ্রামে ফেরেন।

ঘটনার দিন দুপুরে মুর্শিদ মিয়া গাছের ডাল ছাঁটাই করলে একটি ডাল পাশের বাড়ির টিনের বেড়ার ওপর গিয়ে পড়ে। সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন বেবি বেগম। গুরুতর অবস্থায় তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

-বাসস