কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আলম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া আকুবপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে।

আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আলম মিয়া গরু ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।