কুমিল্লামঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের ওপর হামলা, আহত ১৮

প্রতিবেদক
Palash Khandakar
জুলাই ৩০, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসিফ মাহমুদের সমর্থক এক ইউপি সদস্য, সাংবাদিকসহ অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের মুরাদনগর চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হন।

এ সময় সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইট-পাটকেল ছোড়া হয়। এর পরই দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া শুরু হয়।

আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশ লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এ সময় আমার মাথা ফেটে যায়।

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর আমাদের লক্ষ্য করে শত শত ইট-পাটকেল ছোড়া হয়। এতে আমাদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, ‘আজ মুরাদনগর সদরে এনসিপির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল।

এ সময় পাশে অবস্থানকৃত কিছু লোক বিনা উসকানিতে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে।’

এনসিপির সমর্থকদের আহতের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং এ হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।