কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ড. ইউনূস

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের কোনো নজির নেই। তবে এবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র। সব ঠিক থাকলে, নিউ ইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন।

ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস-বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়।

এই বৈঠকের কারণে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ড. ইউনূস আগামীকাল ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ বেশ বিরল। গত তিন দশকে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়েছে।

এর আগে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় উপস্থিত থেকেছেন এবং সেখানে কিছু কথাবার্তা হয়েছে। তবে এবার ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি বৈঠক হবে। এই বৈঠকের পাশাপাশি ড. ইউনূস ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও আলোচনা করবেন।

এছাড়া, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন।