কুমিল্লাশুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক পাচারের সময় চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে গাঁজাসহ আটক ১

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:

যাত্রীবাহী বাসে ট্রাভেল ব্যাগে করে মাদক পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ বাসের সুপারভাইজারকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটক হওয়া বাসের সুপারভাইজার মো: আল আমিন ওরফে লিটন (৪৩) খুলনা জেলার তেরখাদা উপজেলার আজুগড়া এলাকার মোঃ বায়েজিদ আহম্মেদের ছেলে।

শুক্রবার রাত পৌনে ১১টায় চৌদ্দগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ ছপুয়া এলাকার চট্টগ্রাম- ঢাকাগামী মহাসড়কের ইসলামীয়া হোটেলের সামনে একটি জিএস ট্রাভেলস যাত্রীবাহী বাসের (রেজিঃ নং-যশোর-ব-১১-০২২১) সুপার ভাইজার বাসের দরজা সংলগ্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজার জন্য অপেক্ষা করতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় ফোর্সসহ বাসটির সামনে পৌঁছা মাত্র একজন অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ২টি ট্রাভেল ব্যাগ দাড়িয়ে থাকা বাসের সুপার ভাইজারের পায়ের কাছে রেখে দ্রুত পালিয়ে যায়। এরপর বাসের সুপারভাইজার মোঃ আল আমিন প্রকাশ লিটনকে ২০ কেজি গাজাসহ আটক করে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।