কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের বিরুদ্ধে ফুটবল খেলায় নাইজেরিয়ানকে হারিয়ে দাউদকান্দির জয় লাভ

প্রতিবেদক
Palash Khandakar
অক্টোবর ৩, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃমনির হোসেন, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা জেলার দাউদকান্দিতে মাদকের বিরুদ্ধে ফুটবল খেলার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা, খেলায় অংশ গ্রহন করেন নাইজেরিয়ান একাদশ বনাম দাউদকান্দি উপজেলা একাদশ, নাইজেরিয়ান একাদশকে ১-০ গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা একাদশ জয়লাভ করে।

মঙ্গলবার(৩ অক্টোবর) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে খেলায় ট্রফি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন।

খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার এনায়েত কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান,মডেল থানার ওসি মোজাম্মেল হক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইমরুল৷

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান,দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার প্রমুখ। অসংখ্য দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি উপভোগ করেন।