ডেস্ক রিপোর্ট:
নেটফ্লিক্স তারকা ওলগা বেডনারস্কা যুক্তরাজ্যে প্রায় ২ কোটি টাকার বেশি মূল্যের গাঁজাসহ আটক হয়েছেন, যা বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়ালিটি শো ‘টু হট টু হ্যান্ডেল’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া এই তারকাকে যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানি নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতে তিনি স্বীকার করেছেন যে, তিনি প্রায় ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন।
গত অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নেমে তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার দুইটি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের গাঁজা পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকার সমপরিমাণ।
গ্রেফতারের পর কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত তার জন্য ১৫ দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ এবং ২০ মাসের স্থগিত সাজা ঘোষণা করে। শর্ত অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের মধ্যে তিনি কোনো অপরাধ করলে ২০ মাস কারাভোগ করতে হবে।
আদালতে বেডনারস্কা দাবি করেন, একজন ব্যক্তি তাকে বলেছিলেন যে, কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে পৌঁছে দিলে তিনি ১৮ হাজার ইউরো ও ফ্লাইটের খরচ পাবেন। তবে সেগুলোর মধ্যে মাদক থাকার বিষয়টি তিনি জানতেন না।
বিচারক তার বক্তব্যের প্রেক্ষিতে বলেন, “আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন যাকে ভালোভাবে চিনতেন না। এটাই একটি বড় ভুল। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন এবং নিজের লাভের আশায় যাচাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন।”
খবরে আরও জানা যায়, এয়ারপোর্টে আটক হওয়ার সময় তিনি সুটকেসের কোডও জানতেন না। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বেডনারস্কা প্রায় ১৬ হাজার ইউরো ঋণে জর্জরিত ছিলেন। নিজের আয় থেকে বেশি খরচ করার কারণে ঋণগ্রস্ত হয়ে তিনি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।