কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও বিশ্ব ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৮, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ ছাড়ার নির্দেশ দেয়া হলেও বিশ্ব ইজতেমার তারিখ অপরিবর্তিত রয়েছে। আজ বুধবার সচিবালয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থী পক্ষের সঙ্গে পৃথক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা হবে। তবে ইজতেমার নির্ধারিত তারিখ পরিবর্তন হয়নি। সরকার উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। ময়দান ছাড়ার নির্দেশ দিয়ে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করছি।”

বৈঠক শেষে সাদপন্থী শীর্ষ আলেমরা নির্দেশনা মেনে মাঠ ছাড়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তরা, আব্দুল্লাহপুর ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

গতকাল মধ্যরাতে সংঘর্ষের পর সাদপন্থীরা ভোর থেকেই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখল নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উপদেষ্টারা সাদপন্থী ও জুবায়েরপন্থী পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে সাদপন্থী আলেমরা জানান, সরকারের পক্ষ থেকে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে এবং অনুসারীদের উসকানিমূলক বক্তব্য এড়াতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।