কুমিল্লাবুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাকে হত্যা করে থানায় হাজির ছেলে

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ২৩, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

কক্সবাজার শহরে মাদকসেবনের টাকা না দিতে পারায় নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক সন্তানের বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারী আনোয়ারা বেগম মেরী (৫৫) স্থানীয় বাসিন্দা নিয়াজ আহমেদের স্ত্রী। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) মাদকের জন্য প্রায়ই মাকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ঘটনার পর আবিদ থানায় এসে নিজের মাকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা এসআই সৌরভ জানান, ঘটনার সময় আবিদ ও তার মা ঘরে একা ছিলেন। আবিদের বাবা নিয়াজ আহমেদ চট্টগ্রামে মেয়ের বাসায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ নিশ্চিত করেছে।