কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে দাউদকান্দিতে অভিযান, যানবাহন জব্দ ও জরিমানা

প্রতিবেদক
Palash Khandakar
আগস্ট ২৬, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানার ডাম্পিং মাঠে পাঠানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ চৌধুরীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও নাছরীন আক্তার বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত চলবে।’