কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোহরগঞ্জে বন্যার্তদের পাশে দেবপুর ফাউন্ডেশন

প্রতিবেদক
Palash Khandakar
সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:

দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেবপুর ফাউন্ডেশন।

দেবপুর ফাউন্ডেশন ১০ সদস্যের একটি টিম গঠন করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিদিন মনোহরগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে দেবপুর ফাউন্ডেশন।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবণ, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ শুকনো খাবার উপহার স্বরুপ দেওয়া হয়। এ ছাড়াও শিশুদের প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। দেবপুর ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান মনোহরগঞ্জ উপজেলার জনসাধারণ।

দেবপুর ফাউন্ডেশন এর সমন্বয়ক শাহাদাত হোসেন সাইমন বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান।

তবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সব সময় দেবপুর ফাউন্ডেশন থাকবে। যে কোন জায়গায় দূর্যোগ মোকাবেলায় দেবপুর ফাউন্ডেশন তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবে।