কুমিল্লামঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে এলো আরো ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ৩, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির (প্যাকেজ-৮) আওতায় ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিটি নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও, উন্মুক্ত দরপত্র চুক্তির অধীনে ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। এ পর্যন্ত চুক্তি অনুযায়ী তিন লাখ ছয় হাজার ৭৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।