কুমিল্লাবুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ৩০ লক্ষ টাকার ঔষধসহ ০৪ জন চোরাকারবারী আটক

প্রতিবেদক
Palash Khandakar
ডিসেম্বর ১৬, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় ৩০ লক্ষাধিক টাকার ঔষধসহ ৪ কারবারীকে আটক করা হয়েছে। সোমবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিজিবির এই কর্মকর্তা জানান, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৭৪/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমড়াতলীতে ৩০ লাখ ৩৩ হাজার ৫শ টাকা মূল্যের ৫ হাজার ৬৩০ পিস টেবলেট জব্দ করা হয়।

এ সময় চার চোরাকারবারিকে আটক করা হয়। আটকৃতরা হলো কুমিল্লা বুড়িচং উপজেলার কালীকৃষ্ণপুর এলাকার মোঃ রহমত আলী (৪০), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ সাগর ইসলাম (২১) ও ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল এলাকার মোঃ জাহিদুল ইসলাম (২০)। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। পরে আটককৃতদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।