ডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় সমানভাবে প্রশংসিত। দেশের সীমানা পেরিয়ে টলিউড এবং বলিউডেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সম্প্রতি জামদানি শাড়িতে এক নতুন রূপে হাজির হয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। এবার আবারও ভাইরাল হলেন জয়া। তার শেয়ার করা কিছু নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন কিছু ছবি শেয়ার করেন জয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন, এই ফটোশুটের অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন। প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মার আইকনিক শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে এই ফটোশুট করেছেন তিনি।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, “রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরণা নিয়েছি। আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেছি।”
এই ফটোশুটে জয়াকে দেখা গেছে একেবারে নতুন রূপে। তিনি গাঢ় বেগুনি রঙের কাতান শাড়ি পরেছেন, যার জমিনে রয়েছে সোনালী জরির সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজটি লক্ষ্ণৌ ঘরানার নকশায় তৈরি। গয়নার মধ্যে রয়েছে সোনালী প্লেটেড অলঙ্কারের সঙ্গে মুক্তার ব্যবহার।
ছবিতে দেখা যায়, জয়া কানে দুল না পরলেও অন্যান্য গয়নায় কোনো কমতি রাখেননি। সিঁথিপাটি, টায়রা, নাকের গয়না থেকে শুরু করে হাত ও পায়ের গহনাও ছিল তার সাজের অংশ।
এদিকে, জয়া বর্তমানে তার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। ২৭ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত জয়া অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।