কুমিল্লাশনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কুবি ছাত্র শিবিরের ‘শহীদ আবদুল কাইয়ূম তথ্যকেন্দ্র’

প্রতিবেদক
Palash Khandakar
এপ্রিল ১৯, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ‘শহীদ আব্দুল কাইয়ূম’ তথ্যকেন্দ্র খুললো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাম পাশে মোট তিনটি তথ্যকেন্দ্র স্থাপন করে। কেন্দ্র গুলোর নামকরণ করা হয় জুলাই আন্দোলনে তিন শহীদের নাম অনুসারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আব্দুল কাইয়ুমের নাম অনুসারে শহীদ আব্দুল কাইয়ূম তথ্যকেন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নাম অনুসারে শহীদ আবু সাঈদ তথ্যকেন্দ্র এবং চট্টগ্রাম শিক্ষার্থী শহীদ ওয়াসিমের নামে শহীদ ওয়াসিম তথ্য কেন্দ্র।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষার জন্য ইতোমধ্যেই প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশব্যাপী হাজারো শিক্ষার্থী ও অভিভাবক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করছেন। এই সময় তাদের তথ্য ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা জুলাই গণ-অভ্যুত্থানের ‘শহীদদের নামে তথ্যকেন্দ্র’ চালু করেছি। আমাদের এ ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করতে পারা আমাদের জন্য গৌরবের বিষয়।