কুমিল্লাসোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভর্তিচ্ছুদের সেবায় কুবি’র ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ

প্রতিবেদক
CUMILLA PRESS
জুন ৩, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায়ই পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইমতিয়াজ শাহরিয়া ভুইঁয়া বলেন, গুচ্ছভুক্ত তিনটি ইউনিটের পরীক্ষায়ই আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিলাম। আমরা মেইন গেইটের পাসে বুথ বসিয়েছি। বুথে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমরা বসার জায়গা, পানি বিতরণ, মোবাইল, মানিব্যাগ, ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের এখানে রাখার সুব্যবস্থা করেছি। এবং কোনো প্রকার অপ্রিতিকর অবস্থা ছাড়াই আমরা তাদের সেবা দিতে পেরেছি।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা ও বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অবদান রেখেছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৭০০ শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করছেন।