ডেস্ক রিপোর্ট:
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি জানিয়েছেন, তার এখন অর্থ উপার্জন করার সময় নয়; বরং নিজেকে প্রমাণ করার সময়। ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবর’ গানে নাচের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই নাচ দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তবে প্রথমে এই গানে নাচতে একেবারেই রাজি ছিলেন না নোরা। কারণ, তাকে ওই গানে খুব চাপা একটি ব্লাউজ পরতে বলা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকার বরাতে জানা গেছে, ‘দিলবর’ গানের জন্য নোরাকে টাইট ফিটিং ব্লাউজ পরতে বলা হয়েছিল, যা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন। নোরা এক সাক্ষাৎকারে বলেন, “ব্লাউজের মাপ দেখে আমি হতবাক হয়েছিলাম। কিন্তু এ ব্লাউজ পরতে আমি রাজি ছিলাম না। এমনকি এই গানের জন্য আমাকে কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি।”
নোরা আরও বলেন, “ব্লাউজটা দেখানোর পরই আমি কাজটা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ব্লাউজটা ছিল খুব ছোট ও চাপা। আমি স্পষ্ট বলেছিলাম যে, এই ধরনের পোশাকে যৌন আবেদন আনার জন্য আমাকে জোর করবেন না। আমি জানি, এই গানে একটা আবেদন রয়েছে, কিন্তু আমার নিজস্ব আবেদনকেই তুলে ধরা হোক, অশ্লীলতার পথে না গিয়ে।”
পরবর্তীতে শুটিংয়ের জন্য আলাদা একটি ব্লাউজ তৈরি করে দেওয়া হয়, যা নোরা তুলনামূলকভাবে আরামদায়ক বলে মনে করেছিলেন। তিনি জানান, “নতুন পোশাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম, যদিও অনেকেই তাতে যৌন আবেদন খুঁজে পেয়েছেন। আমার কাছে নিজের স্বাচ্ছন্দ্যটাই আসল।”
এই গানের নাচের পরিকল্পনা নিয়ে ছবির পরিচালকের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেন নোরা ফাতেহি। তিনি পরিচালকের কাছে বলেছিলেন যে, তার এখন অর্থ উপার্জনের চেয়ে নিজের দক্ষতা প্রমাণ করাই বেশি জরুরি। নোরা বলেন, “আমি খ্যাতি ও পরিচিতি অর্জনের লক্ষ্যে কাজ করছি। অর্থ উপার্জনের সময় আসবে, তবে এই মুহূর্তে নিজেকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।”