কুমিল্লাশনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিবেদক
Palash Khandakar
নভেম্বর ৮, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজন মামাতো-ফুফাতো ভাই।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী।

নিহতরা হলেন— স্থানীয় আক্তার হোসেনের ছেলে মো. তাকরিম (৩) এবং উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদনান কিছুদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল আদনান। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। দুপুরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন।

ওসি মোরশেদুল জানান, স্থানীয়রা পুকুর থেকে ওই দুই শিশুকে দ্রুত উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।