ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ধান শুকানো নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি তার চাচাতো ভাইয়ের হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ভসুজন কবির (৩২)।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিয়া গ্রামে। নিহত সুজন ফকির (৩২) ওই গ্রামেরই বাসিন্দা এবং খোকন ফকিরের ছেলে।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সুজন ফকির ও তার চাচাতো ভাই শাওন ফকিরের মধ্যে বাড়ির উঠানে কে আগে ধান শুকাবে তা নিয়ে তর্ক বাধে। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে শাওন ফকির ঘর থেকে ছুরি নিয়ে এসে সুজনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘাতক শাওন ফকিরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।